ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

মেয়েকে হারালেন অভিনেতা দীপঙ্কর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, আগস্ট ৩১, ২০২৩
মেয়েকে হারালেন অভিনেতা দীপঙ্কর দীপঙ্কর দে

ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দের বড় মেয়ে বৈশালী দে মারা গেছেন। বুধবার (৩০ আগস্ট) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে  দীপঙ্কর দে বলেন, বড়সড় হার্ট অ্যাটাক হয়েছিল বৈশালীর। তাই আর শেষরক্ষা করা গেলো না। এর চেয়ে বেশি কথা আর বলতে পারছি না।

বেশ কিছু দিন ধরে কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বৈশালী। এ কারণে তাকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রাতে সেখানেই মারা যান তিনি।

বৈশালী পেশাগতভাবে বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন। অনিল কুরিয়াকোসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বৈশালীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।

দীর্ঘ ২২ বছর লিভ-ইনে থাকার পর ২০২০ সালের শুরুতে অভিনেত্রী দোলন দে-কে বিয়ে করেন দীপঙ্কর। ৭৫ বছর বয়সে বিয়ে করে দারুণ আলোচনায় উঠে আসেন এই অভিনেতা।

দীপঙ্করের স্ত্রী দোলন দে সংবাদমাধ্যমটিকে বলেন, দীপঙ্কর মানসিকভাবে ভয়ঙ্কর রকমের ভেঙে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।