ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

তারা আমাকে ছাড়া এটা কীভাবে করতে পারে: কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, মার্চ ২৫, ২০২৩
তারা আমাকে ছাড়া এটা কীভাবে করতে পারে: কারিনা

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে হইচই ফেলে দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।  

পোস্ট করা ওই ভিডিওর ক্যাপশনে কারিনা লেখেন,  ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না, তারা আমাকে ছাড়া এটা কীভাবে করতে পারে!’

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান, আর মাধবন ও শারমান যোশিকে উদ্দেশ্য করেই এ প্রশ্ন রাখেন অভিনেত্রী।

আর কারিনার এমন পোস্টে সিনেপ্রেমীরা প্রায় ধরেই নিয়েছেন জনপ্রিয় বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল আসছে। কারণ, অভিযুক্ত তিন অভিনেতা একসঙ্গে কাজ করেছেন সিনেমাটিতে। আর তাতে ছিলেন কারিনাও।

তবে কি ‘থ্রি ইডিয়টস-২’ -এ থাকছেন না কারিনা?

ভিডিও এ অভিনেত্রীর বক্তব্যে এমনটাই মনে হচ্ছে। তিনি বলছিলেন, কিছুদিনের জন্য ছুটি কাটাতে আমি ভারতের বাইরে গিয়েছিলাম। তার মধ্যেই এই তিনজন কোনো পরিকল্পনা করছে, যা লুকানো হচ্ছে আমাদের থেকে। আমার মনে হচ্ছে, কোনো সিকুয়েলের পরিকল্পনা চলছে, তা-ও আমাকে ছাড়া! কীভাবে সম্ভব এটা? আমার মনে হয়, বোমান নিজেও জানে না। ’ 

 

 

এরপরই ‘থ্রি ইডিয়টস’-এর ভাইরাস খ্যাত অভিনেতা বোমান ইরানিকে ফোন করেন কারিনা।   

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তা দেন বোমানও। ভিডিওতে তিনিও দুষলেন আমির, মাধবন ও যোশিকে। বললেন, ‘তোমরা ভাইরাসকে ছাড়া “থ্রি ইডিয়টস”-এর ব্যাপারে চিন্তা করো কীভাবে? নয়। বড় কিছু করা হচ্ছে, অথচ আমাদের না জানিয়েই। ’

এদিকে কারিনার আপলোড করা একটি ছবিতে দেখা যায় আমির, মাধবন ও যোশিকে। ছবির সঙ্গে আবার ইডিয়টস শব্দটিও লেখা রয়েছে।  

স্বাভাবিকভাবেই সিনেপ্রেমী মনে করছেন, ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিকুয়েল আসছে।  

প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তি পায় রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’।  ১৪ বছর পেরিয়ে গেলেও সিনেমার কথা ও গান এখনও আবেদন তোলে সমানভাবে।  
 
বাংলাদেশ সময়: ১০১২, মার্চ ২৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।