ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন

সুনামগঞ্জের ৪ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সুনামগঞ্জের ৪ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী

সুনামগঞ্জ: সুনামগঞ্জের চার পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা বাংলানিউজকে এ তথ্য জানান।



সুনামগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আয়ুব বখত জগলুল ১৪ হাজার ৮৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান গণি উল সালাদীন পেয়েছেন ১০ হাজার ৪৮৬ ভোট।

বুধবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ৮টায় সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোশারফ মিয়া ৭ হাজার ৪৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৪৯৫ ভোট।

রাত পৌনে ৮টায় দিরাই পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

ছাতক পৌরসভা নির্বাচনে  মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরী ১০ হাজার ৭৬০ ভোট পেয়ে  বেসরকারিভাবে হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল ওয়াহিদ মজনু পেয়েছেন ৪ হাজার ৭৬২ ভোট।

রাত ৯টায় ছাতক পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম বেসরকারিভাবে কালামকে বিজয়ী ঘোষণা করেছেন।

জগন্নাথ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত আব্দুল মোনাফ নৌকা প্রতীকে ৯ হাজার ৩২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত রাজু আহম্মদ ৫ হাজার ৬৯১ ভোট পেয়েছেন।

পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির রাত সাড়ে ৯টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।