ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

গৌরনদীতে আ’লীগের প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
গৌরনদীতে আ’লীগের প্রার্থী জয়ী মো. হারিছুর রহমান

বরিশাল: বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান মেয়র পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

এ পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।



বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী মো. হারিছুর রহমান (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৯শ’ ৫৯ ভোট, বিএনপির প্রার্থী সফিকুর রহমান (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ৭শ’ ৭৬ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের ওবায়েদুল হক নবী (হাত পাখা) প্রতীক নিয়ে পেয়েছেন ২শ’ ২০ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির মো. তুহীন (আম) প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট।

এ খবর নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী।

গৌরনদীতে মোট ভোটার ২৭ হাজার ৮৯৮ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১৬৬ ও নারী ভোটার ১৩ হাজার৭৩২ জন। ১৩টি কেন্দ্রের ৮৫টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad