ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

মোরেলগঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মোরেলগঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়ী

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে আবারও বিপুল ভোটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এস এম মনিরুল হক তালুকদার বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন সাত হাজার ৯৭২ ভোট।

ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মজিদ হাওলাদার পেয়েছেন এক হাজার ২৩৪ ভোট।   মনিরুল হক এ পৌরসভার বর্তমান মেয়র।  

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
 
এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৩০৩ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা সাত হাজার ২১৩ ও পুরুষ ভোটারের সংখ্যা সাত হাজার ৯০।
 
মোরেলগঞ্জে নয়টি ভোটকেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ (যদিও সরকারিভাবে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণের পরিবর্তে গুরুত্বপূর্ণ বলা হয়েছে) বলে ঘোষণা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএইচপি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।