ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

চালনা ও পাইকগাছায় আ’লীগের মেয়র প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
চালনা ও পাইকগাছায় আ’লীগের মেয়র প্রার্থী জয়ী সেলিম জাহাঙ্গীর ও সনৎ কুমার বিশ্বাস

খুলনা: খুলনা জেলার চালনা ও পাইকগাছা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

চালনা পৌরসভায় সনৎ কুমার বিশ্বাস ও পাইকগাছা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।



চালনা পৌরসভার নয়টি কেন্দ্রের সবক’টি থেকে পাওয়া ফলাফলে তিনি পেয়েছেন চার হাজার ৯৩৫টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার মণ্ডল জগ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৫১৯ ভোট।
 
এ পৌরসভায় মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ছয়জন প্রার্থী লড়াই করেছেন।

২০০৪ সালের ১৫ নভেম্বর চালনা পৌরসভার যাত্রা শুরু হয়। এ পৌরসভার আয়তন নয় দশমিক ৪৫ বর্গকিলোমিটার। সর্বশেষ ২০১১ সালের ১৩ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পৌরসভার ভোটার সংখ্যা ১১ হাজার ১১৬ জন। এর মধ্যে পুরুষ পাঁচ হাজার ৫০৩ ও নারী ভোটারের সংখ্যা পাঁচ হাজার ৬১৩।

এদিকে, পাইকগাছা পৌরসভায় সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ৩৮৮টি ভোট। পৌরসভার নয়টি কেন্দ্রের সবক’টির ভোট গণনা শেষে স্থানীয় ও দলীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দুই ৬০৩টি ভোট।

এ পৌরসভায় মেয়র পদে তিনজন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ পৌরসভার মোট ভোটার ১২ হাজার ৫৪৬ জন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।