ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

নির্বাচন

ঠাকুরগাঁও’র তিন পৌরসভার ভোট গণনা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, ডিসেম্বর ৩০, ২০১৫
ঠাকুরগাঁও’র তিন পৌরসভার ভোট গণনা চলছে ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ের তিনটি পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে ৪টা থেকে গণনা শুরু হয়েছে।



বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। জেলার ৩টি পৌরসভায় মোট কেন্দ্র ছিল ৩৯টি।

ঠাকুরগাঁও পৌরসভার রিটার্নিং অফিসার আফম ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা চলছে। গণনা শেষ হলেই ফলাফল ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএটি/এসইউজে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।