ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

নির্বাচন

ভোলার তিন পৌরসভায় ভোট পড়েছে ৭২ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, ডিসেম্বর ৩০, ২০১৫
ভোলার তিন পৌরসভায় ভোট পড়েছে ৭২ শতাংশ

ভোলা: জেলার বোরহানউদ্দিন, দৌলতখান ও ভোলা সদর পৌরসভায় ৭২ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
 
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে ৪টার পর ভোটগ্রহণ শেষে ওই তিন পৌরসভার নির্বাচনী কর্মকর্তারা বাংলানিউজকে এই তথ্য জানিয়েছেন।


 
ভোলা সদর পৌরসভার রিটার্নিং অফিসার সুব্রত কুমার শিকদার জানান, তার পৌরসভায় ৭২ শতাংশ ভোট পড়েছে। এখন ভোট গণনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 
বোরহানউদ্দিনে ৭৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে ওই পৌরসভার রিটার্নিং কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানিয়েছেন।
 
এছাড়া দৌলতখান পৌরসভার রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, তার পৌরসভায় ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তার মানে, এই তিন পৌরসভায় গড়ে মোট ৭২ শতাংশ ভোট পড়েছে। ভোলার এই তিনটি পৌরসভায় মোট ৭ জন মেয়র প্রার্থী ও ৭৮ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
বাংলোদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।