ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

নির্বাচন

জামালপুরে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, ডিসেম্বর ৩০, ২০১৫
জামালপুরে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া

জামালপুর: জামালপুর পৌরসভা নির্বাচনে ছয়টি ভোটকেন্দ্রে বিএনপি-আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

যেসব ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেগুলো হলো- জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ, শহরের বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএফ/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।