ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

নির্বাচন

বাজিতপুরে পুনরায় নির্বাচন চান বিদ্রোহী-বিএনপি প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, ডিসেম্বর ৩০, ২০১৫
বাজিতপুরে পুনরায় নির্বাচন চান বিদ্রোহী-বিএনপি প্রার্থী

বাজিতপুর (কিশোরগঞ্জ) থেকে: কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতি, কেন্দ্র দখলের অভিযোগ এনে সেখানে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি মনোনীত প্রার্থী।

বুধবার (৩০ ডিসেম্বর) বাজিতপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।



এদিকে দুপুর ১২টার দিকে পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোট বর্জনের কথা ঘোষণা দেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত আকবর।  

এসময় তিনি পুনরায় ভোট বর্জনের দাবি জানান।

এর প্রায় ঘণ্টাখানেক পর দুপুর ১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাড়িতে সংবাদ সম্মেলন করে ফের বাজিতপুরে নির্বাচনের দাবি জানান বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র এহেসান কুফিয়া।

বাজিতপুর পৌরসভায় আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন আনোয়ার হোসেন আশরাফ (নৌকা প্রতীক)।

আর বিএনপি থেকে বর্তমান মেয়র এহেসান কুফিয়া ধানের র্শীষ মার্কায় নির্বাচন করছেন। এছাড়া হাত পাথা নিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সেলিম খানও অংশ নিচ্ছেন নির্বাচনে।

এ পৌরসভায় ভোটার রয়েছে ২১ হাজার ৩০ জন। পুরুষ ভোটার ১০ হাজার ৩৭৮ ও নারী ভোটার ১০ হাজার ৬৫২ জন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএ 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।