ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

বাঘাইছড়িতে মেয়র পদে আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মে ২০, ২০২২
বাঘাইছড়িতে মেয়র পদে আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মেয়র পদে  আজিজুল রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।  

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়,  বাঘাইছড়ি পৌরসভা মেয়র পদে তিনজন মনোনয়নপত্র জমা দেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জমির হোসেন, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এবং স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দল (অনিবন্ধিত) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাজা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার (১৯ মে) বাছাই পর্বের শেষ দিনে মেয়র প্রার্থী আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল হয়। খাগড়াছড়ি জেলা রির্টারিং কর্মকর্তা মো. সাইদুর রহমান তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

এছাড়া সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আটজনসহ মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮২০ জন, নারী ভোটার ৫৩৫১ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা নয়টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা তিনটি। মোট ভোট কেন্দ্র নয়টি, মোট ভোট কক্ষ ৩৮টি, অস্থায়ী কক্ষ সংখ্যা পাঁচটি বলে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানানো হয়।

আগামী ১৫ জুন রাঙামাটির সবচেয়ে দুর্গম ও সম্ভবনাময়ী উপজেলা বাঘাইছড়ি পৌরসভায় প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

চলতি মে মাসের ২০-২২ তারিখের মধ্যে আপিল দায়ের, ২৩-২৫ মে আপিল নিষ্পত্তি, ২৬ মে মনোনয়ন প্রত্যাহার, ২৭ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ২০, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad