ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১৮ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১৮ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘন কুয়াশার মধ্যে উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।

বুধবার গভীর রাতে প্রাথমিকভাবে দুটি উপজেলার এসব ইউনিয়নের চেয়ারম্যান পদের ফলাফল পাওয়া গেছে।

শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়টিতে আওয়ামী লীগ ও তিনটিতে বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

১ নম্বর মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মিজলু আহমদ চৌধুরী, ২ নম্বর ভূনবীর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. আব্দুর রশীদ, ৩ নম্বর শ্রীমঙ্গল সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে দুদু মিয়া, ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে ইয়াসিন আরাফাত রবিন, ৫ নম্বর কালাপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মুক্তিযোদ্ধা এম এ মতলিব, ৬ নম্বর আশিদ্রোণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রনেন্দ্র প্রসাদ বর্ধন, ৭ নম্বর রাজঘাট ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয় বোনার্জী, ৮ নম্বর কালিঘাট ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রানেশ গোয়ালা, ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে দেবাশীষ দেব নির্বাচিত হয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ৪৩ জন ও মোট ভোটকেন্দ্র ১০০টি।

কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের চারটিতে আওয়ামী লীগ, দুটিতে আওয়ামী লীগে বিদ্রোহী ও তিনটিতে বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।  

কমলগঞ্জ সদর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হান্নান (নৌকা), রহিমপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী  ইফেতখার আহমদ বদরুল (নৌকা), পতনঊষার ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী অলি আহমদ খান (আনারস), মুন্সিবাজার ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী নাহিদ আহমদ তরফদার (আনারস), শমসেরনগর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জুয়েল আহমদ (আনারস), আলীনগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী নিয়াজ মোর্শেদ রাজু (আনারস), আদমপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থক বিদ্রোহী প্রার্থী আবদাল হোসেন (ঘোড়া), মাধবপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আসিদ আলী (নৌকা), ইসলামপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সুলেমান মিয়া (নৌকা)।  

কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও নারী সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৩৮ জন ও ভোটকেন্দ্র ৯৫টি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।