ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

গজারিয়ায় পৃথক স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, ৬ শর্টগান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, জানুয়ারি ৫, ২০২২
গজারিয়ায় পৃথক স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, ৬ শর্টগান উদ্ধার

মুন্সীগঞ্জ: পঞ্চম ধাপের নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকাল থেকে জেলার গজারিয়া উপজেলার ৭ টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়।

পরে সকাল ১০ টার দিকে হোসেন্দি ইউনিয়নের চরবলাকিতে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে ইমামপুর ইউনিয়নের কালিপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে সীল না মেরে প্রকাশ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, পরে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়াও গজারিয়া ইউনিয়নের দরিয়াকান্দি কলসেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়েও দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

অন্যদিকে হোসেনদি ইউনিয়ন থেকে ছয়টি শর্টগান উদ্ধার করেন পুলিশ। তবে এ ব্যাপারে বিস্তারিত পরে জানাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আর কোথায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।