ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

হাজীগঞ্জে ৭ ইউনিয়নে নৌকা, ৪টিতে স্বতন্ত্র জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
হাজীগঞ্জে ৭ ইউনিয়নে নৌকা, ৪টিতে স্বতন্ত্র জয়ী

চাঁদপুর: চতুর্থ ধাপে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাতটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবং চারটি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮টায় বেসরকারিভাবে এসব প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়বায়েদুর রহমান।

নির্বাচিতরা হলেন- রাজারগাঁও উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবদুল হাদী। বাকিলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মো. মিজানুর রহমান। কালোচোঁ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মানিক হোসেন প্রধানিয়া। কালচোঁ দক্ষিণ স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন। পূর্ব বড়কুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মজিবুর রহমান।

বড়কুল পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. হেলাল। হাটিলা পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল মজুমদার। গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী নূরুর রহমান বেলাল। গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চু। হাটিলা পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোমীত নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম মজিবুর রহমান।

এই উপজেলায় ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৪০৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।