ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) প্রতীক মো. ইউসুফ হোসেন মোল্লার কর্মী সর্মথকদের ওপর হামলা ও  বেশ কয়েকটি  মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

১৮ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নৌকা প্রতীকের প্রার্থী কাজী শরীফুল ইসলামের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে হামলা  চালানো হয়েছে বলে বিদ্রোহী প্রার্থী মো. ইফসুফ হোসেন মোল্লা অভিযোগ করছেন।

হামলায় আহতরা কালুখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন, কয়াদি গ্রামের মোসারফ হোসেন ছেলে মুন্নু হোসেন (৩০), মহনপুর গ্রামের অমল সরকারের ছেলে মিন্টু সরকার (৩৫), নামদার মণ্ডলের ছেলে শামীম (২৫) ও মনির হোসেন।

এ ছাড়াও এ ঘটনায় ৮-১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। ঘটনার পরপরই কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

এ ব্যপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হাসান জানান ঘটনা জানার পর, সেখানে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।