ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

ফুলগাজীতে কেন্দ্র থেকে সিল ছিনতাই 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, নভেম্বর ১১, ২০২১
ফুলগাজীতে কেন্দ্র থেকে সিল ছিনতাই  ফুলগাজীতে কেন্দ্র থেকে সীল ছিনতাই 

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়নের একটি ভোট কেন্দ্র থেকে সিল ছিনতাই করে নিয়েছে বহিরাগতরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে ওই ইনিয়নের দক্ষিণ তারাকুচা ফেরদৌস নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র এ ঘটনা ঘটে।

সীল ছিনতায়ের ফলে এ কেন্দ্রে আধা ঘন্টারও বেশি সময় ভোট নেওয়া বন্ধ ছিল।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু তাহের মজুমদার বাংলানিউজকে বলেন, কিছু বহিরাগত হঠাৎ করে কেন্দ্রে প্রবেশ করে এবং সিল ও স্টাম প্যাড নিয়ে চলে যায়।

এদিকে এ কেন্দ্রের ভোটাররা অভিযোগ করে বলেন, সকালে কেন্দ্রে চেয়ারম্যান পদের ব্যালট পেপার শেষ হয়ে যায়। বুথে গিয়ে ব্যালট পাওয়া যায়নি। তবে প্রিজাইডিং অফিসার এ অভিযোগ অস্বীকার করেন।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসএইচডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।