ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

মাহবুব তালুকদার করোনা আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুন ২০, ২০২১
মাহবুব তালুকদার করোনা আক্রান্ত

ঢাকা: জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন রোববার (২০ জুন) রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে কেবিনে আছেন।

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে। অন্য পরীক্ষা ভালো এসেছে। এখন ভালো আছেন।

নির্বাচন কমিশন করোনার মধ্যেও ভোটের আয়োজন করছে। ২১ জুন লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ২০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দু’টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ২৮ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে একজন জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এবং একজন কর্মচারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সারাদেশে কর্মরত নির্বাচন কমিশনের দুই ডজনের বেশি কর্মকর্তা-কর্মচারী এর আগে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুন ২০, ২০২১
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।