ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

হরিণাকুণ্ডুতে নৌকা প্রতীকের এজেন্টকে কুপিয়ে জখম  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
হরিণাকুণ্ডুতে নৌকা প্রতীকের এজেন্টকে কুপিয়ে জখম   আহত সাগর হোসেন। ছবি: বাংলানিউজ

ঝিনাইদাহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাগর হোসেন (৪০) নামে নৌকা প্রতীকের এক এজেন্টকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার সময় হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভার মান্দারতলা জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাগর হোসেন ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ফারুক হোসেন জানান, পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে সাগর হোসেন তুষার কনে প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। এ সময় ওই এলাকার কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম ও তার দলবল নিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।  

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।