ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ইসির ইন্টারনাল সাইট বন্ধ ৪ এপ্রিল পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
ইসির ইন্টারনাল সাইট বন্ধ ৪ এপ্রিল পর্যন্ত

ঢাকা: সরকারের ছুটির সঙ্গে সঙ্গতি রেখে নির্বাচন কমিশন (ইসি) ৪ এপ্রিল পর্যন্ত তার ইন্টারনাল সাইট বন্ধ রাখছে। অর্থাৎ ইসির সঙ্গে এ সময় মাঠ পর্যায়ে কোনো সংযোগ থাকবে না। ফলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাও এসময় পর্যন্ত বন্ধ থাকবে।

গত ২১ মার্চ এক সংবাদ সম্মেলনে করোনা ভাইরাসের প্রকোপের কারণে ৩১ মার্চ পর্যন্ত সেবাটি বন্ধ রাখার ঘোষণা দেন ইসি সচিব মো. আলমগীর। কিন্তু সরকারের ঘোষিত সাধারণ ছুটি ঘোষণার কারণে সেবা বন্ধের কার্যকাল বাড়লো।

ইসির মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভীদের জারি করা নোটিশে বলা হয়েছে, ২৫ মার্চ বিকেল ৫টা থেকে ৪ এপ্রিল ইন্টারনাল সাইট সম্পূর্ণ বন্ধ থাকবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অবস্থার অবনতি হলে সেবা বন্ধের বিষয়টি দীর্ঘমেয়াদী হতে পারে। ইন্টারনাল সাইট বন্ধ থাকার কারণে মাঠ পর্যায়সহ কোনো ডেস্ক থেকে কোনো কাজ করা যাবে না।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
ইইউডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।