ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

দেশে ভোটার বেড়েছে ৫৫ লাখ ৭৯ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২, ২০২০
দেশে ভোটার বেড়েছে ৫৫ লাখ ৭৯ হাজার

ঢাকা: ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ শেষে দেশে ভোটার বেড়েছে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন। সব মিলিয়ে এখন দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জনে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানান।  

তিনি জানিয়েছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন।

এরপর ২০২০ সালের ২ মার্চ পর্যন্ত হালনাগাদ কার্যক্রমে ভোটার বেড়েছে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন।  

এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ৯ হাজার ৫৬১ জন আর ২৬ লাখ ৬৯ হাজার ১০৯ জন মহিলা ভোটার। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হয়েছেন ৩৬০ জন।  

সব মিলিয়ে এখন দেশে ভোটার সংখ্যা দাঁড়ালো ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন ও নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৩৬০ জন ভোটার।
 
প্রায় এক বছর ধরে ভোটার তালিকা হালনাগাদ শেষে ২ মার্চ সারাদেশে উপজেলাগুলোতে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।  
 
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
ইইউডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।