ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

১৪০ কেন্দ্রের ফলাফল: আতিকুল ৪৬৭৫৯, তাবিথ ৩২৯১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
১৪০ কেন্দ্রের ফলাফল: আতিকুল ৪৬৭৫৯, তাবিথ ৩২৯১০ ঢাকা উত্তর সিটি নির্বাচনের দুই প্রার্থী

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ১৩১৮ কেন্দ্রের মধ্যে ১৪০টির ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন ৪৬৭৫৯ এবং ধানের শীষ প্রতীকে তাবিথ আউয়াল পেয়েছেন ৩২৯১০ ভোট।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ১৪০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

ঢাকার দু’সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে।

এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে এক হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০ 
এসএমএকে /আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad