ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

বৃহস্পতিবার সকাল থেকে মাঠে থাকবে বিজিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
বৃহস্পতিবার সকাল থেকে মাঠে থাকবে বিজিবি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ও ভোট কেন্দ্রের নিরাপত্তা দিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই মাঠে থাকবে বিজিবি।

 

বুধবার (২৯ জানুয়ারি) উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবির সঙ্গে আমার কথা হয়েছে।

বৃহস্পতিবার সকাল নয়টা থেকেই বিজিবির সদস্যরা মাঠে থাকবেন। শুধু তারাই নয় আগামীকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। প্রতিটির জন্য ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইটি ওয়ার্ডের জন্য একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন।

আবুল কাসেম বলেন, ৩০ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। এরপর যদি কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা চালায় সেক্ষেত্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা তাদের সামারি ট্রায়াল করে এরপর ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসএমএকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad