ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

৫৪ ওয়া‌র্ডের ৩২৫ কি.মি পথ হেঁটে ব্যাপক সাড়া পেয়েছেন তাবিথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
৫৪ ওয়া‌র্ডের ৩২৫ কি.মি পথ হেঁটে ব্যাপক সাড়া পেয়েছেন তাবিথ

ঢাকা: ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের ৫৪টি ওয়া‌র্ডের প্রায় ৩২৫ কি‌লো‌মিটা‌রেরও বে‌শি পথ হেঁটে গণসং‌যো‌গে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

বৃহস্প‌তিবার (২৩ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় রা‌য়েরবাজার প্রেমতলা এলাকা থে‌কে গণসং‌যোগ শুরুর আগে পথসভায় তি‌নি এ কথা জানান।

তা‌বিথ আউয়াল ব‌লেন, প্রচারণার সময় জনগ‌ণের কা‌ছে গি‌য়ে‌ছি।

গণসং‌যো‌গে ব্যাপক গণজোয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। আমা‌দের প্র‌তিপক্ষ গণ‌জোয়ার দে‌খে হামলা কর‌ছে। এতে কিছু কিছু প্রার্থী আহত হ‌য়ে‌ছেন। সরকারদলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে। জনগণকে ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছি। জনগণ বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা নির্বাচন ক‌মিশ‌নের আশ্বাস নয় দৃশ্যমান পদ‌ক্ষেপ দেখ‌তে চাই।

পথসভায় যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি এমাজউদ্দীন আহমদ ব‌লেন, এই ধা‌নের শীষ খা‌লেদা জিয়া-তা‌রেক রহমা‌নের ধা‌নের শীষ, জনগ‌ণের ধা‌নের শীষ। আপনারা তা‌বিথ আউয়াল‌কে ভোট দি‌য়ে জয় যুক্ত করুন।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন- বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন, স্বেচ্ছা‌সেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো.মাসুম খান রা‌জেশ, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল ম‌তিন, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি, অঙ্গ ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।