ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

ঢাকার ২ সিটির ভোটে পর্যবেক্ষক আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫০, ডিসেম্বর ২৩, ২০১৯
ঢাকার ২ সিটির ভোটে পর্যবেক্ষক আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষকদের সংস্থাদের আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেন স্বাক্ষরিত নির্দেশনা ইতোমধ্যে নিবন্ধিত ১১৮টি দেশীয় সংস্থার কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যবেক্ষক আবেদনের শেষ সময়।

ঢাকার দুই সিটি নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নির্দেশনায় বলা হয়েছে- নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ মোতাবেক নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার ১০ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে কোন এলাকার কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব বরাবার লিখিত আবেদন করতে হবে। তবে নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক বলেন, অনেক সময় নির্ধারিত সময়ের পরে অনেকেই আবেদন করে। এতে অনেক ঝামেলা পোহাতে হয়। তাই আগে থেকেই বিষয়টি জানানো হলো।

রোববার (২২ ডিসেম্বর) ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। এছাড়া প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি।

এদিকে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে ইসি।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
ইইউডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।