ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

নির্বাচন ভবনে অগ্নিকাণ্ড: বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
নির্বাচন ভবনে অগ্নিকাণ্ড: বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন নির্বাচন ভবন/ফাইল ফটো

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) গঠিত তদন্ত কমিটি আগামী বৃস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রতিবেদন জমা দেবে।

কমিটির প্রধান ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা বসেছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সব পর্যালোচনা করে বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেবো। প্রতিবেদনে যা উঠে আসবে, তখন জানানো হবে।
 
রোববার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৬ মিনিটে নির্বাচন ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
প্রাথমিকভাবে তদন্ত কমিটি ধারণা করছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
 
বেজমেন্টে ৪ হাজার ৫শ ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখা ছিল। এ বিষয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেছেন, তাদের আশঙ্কার তুলনায় ক্ষতি কম হয়েছে।  

তিনি বলেন, ইভিএমের কট্রোল ইউনিটের কোনো ক্ষতি হয়নি। মরিটরের কিছু ক্ষতি হয়েছে, সেটা আগুনের কারণে নয়। আগুন নেভানোর পানির কারণে।
 
এ ঘটনার কারণ উদ্ধারে দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইসির তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
 
অন্যদিকে ফায়ার সার্ভিসের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
 
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।