ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

সুনামগঞ্জ পৌরসভায় ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
সুনামগঞ্জ পৌরসভায় ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আটক ১ সুনামগঞ্জ পৌরসভায় ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আটক ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত ও স্বতন্ত্র মেয়র প্রার্থী গণিউল সালাদীনের সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্র দখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে শহরের ৬নং ওয়ার্ডের উত্তর আরপিন নগর পৌর প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে স্বতন্ত্র মেয়র প্রার্থী গণিউল সালাদীনের সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

এসময় এক পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৫০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পরে পুলিশ সালাদীন সমর্থক চপল নামের এক যুবককে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, আরপিরন নগর কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। সংঘর্ষ চলাকালে উত্তর আরপিন নগর ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। তবে এখন আবার ভোট গ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।