ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোট ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের বিষয়টি সমন্বয় করবেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। আর মাঠ প্রশাসন তদারকি করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
প্রবাসী ভোট ও দেশি-বিদেশি পর্যবেক্ষক সম্পর্কিত অফিস আদেশে বলা হয়েছে, এ সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। কমিটির অন্য সদস্যরা হলেন- ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২), উপসচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ), পরিচালক (জনসংযোগ), সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সিস্টেম ম্যানেজার (আইসিটি)। এ কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।
কমিটির কার্যপরিধি
ক. প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার দেওয়ার পদ্ধতি প্রণয়ন
খ. প্রবাসীদের ভোট দেওয়া সংক্রান্ত যাবতীয় বিষয় সমন্বয়
গ. প্রবাসী ভোটারদের ভোটাধিকারের বিষয়ে বাংলাদেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থাসমূহের সঙ্গে সমন্বয়
ঘ. পর্যবেক্ষক নীতিমালা অনুসারে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম তদারকি ও সমন্বয়
ঙ. প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি
মাঠ প্রশাসন সমন্বয়বিষয়ক অফিস আদেশে বলা হয়েছে, এই সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। অন্য সদস্যরা হলেন- ইসির সিনিয়র সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ), যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২), সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপসচিব (নির্বাচন পরিচালনা-২)। কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।
কমিটির কার্যপরিধি
ক. নির্বাচন কমিশনের সঙ্গে মাঠ প্রশাসনে নিয়োজিত/দায়িত্বপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও পরামর্শ দেওয়া
খ. মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া
গ. মাঠ প্রশাসন থেকে নির্বাচন কমিশনে তথ্য পাঠানোর জন্য একটি নির্ভরযোগ্য ও সময়োপযোগী রিপোর্টিং পদ্ধতি প্রবর্তন ও মনিটরিং
ঘ. নির্বাচনী সময়ে উদ্ভূত যেকোনো সংকট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে পরামর্শ ও সহযোগিতা দেওয়া
ঙ. আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় ও পরামর্শ দেওয়া
চ. প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি
ইইউডি/আরবি