ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

ভোটার হালনাগাদে ইমাম-পুরোহিতদের সহায়তা নিতে নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, জানুয়ারি ১৫, ২০২৫
ভোটার হালনাগাদে ইমাম-পুরোহিতদের সহায়তা নিতে নির্দেশ নির্বাচন ভবন | বাংলানিউজ ফাইল ছবি

ঢাকা: বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইমাম, পুরোহিতসহ ধর্মীয় উপসানলয়ের সহায়তা নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ জানুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হযেছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫ এ ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে। ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে।

তথ্য সংগ্রহ কার্যক্রম সফল করতে ব্যাপক প্রচারের প্রয়োজন। বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহের পূর্বে প্রতি ইউনিয়ন, সিটি/পৌরসভার ওয়ার্ড, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংযুক্ত মাইকিং টেক্সট অনুযায়ী ব্যাপক মাইকিংয়ের ব্যবস্থা নিতে হবে। একইসাথে হালনাগাদ কার্যক্রম চলাকালীন মসজিদ/উপসানলয়ে ইমাম/পুরোহিতগণ নামাজ/প্রার্থনার আগে বা পরে হালনাগাদের বিষয়ে যেন ঘোষণা দেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়াও, স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচার করার ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
ইউউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।