ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঘিওরে মাহাবুবুর রহমান জনি বিজয়ী

বাংলানিউজ টিম  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, মে ২১, ২০২৪
ঘিওরে মাহাবুবুর রহমান জনি বিজয়ী ঘিওরে মাহাবুবুর রহমান জনি বিজয়ী

মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহাবুবুর রহমান জনি। তার নির্বাচনী প্রতীক ছিল শালিক পাখি।

 

মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ ফল ঘোষণা করেন।  

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের ৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। উপজেলায় মোট ভোটার এক লাখ ৩৪ হাজার ৫৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৭১৪ জন এবং নারী ভোটার ৬৯ হাজার ৬৯ জন।  

ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েন নয় (৯) প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে লড়েন সাতজন। নারী ভাইস চেয়ারম্যান পদে লড়েন চারজন। নির্বাচনে ৪৭ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়ে।  

চেয়ারম্যান পদে শালিক পাখি প্রতীকে মাহাবুবুর রহমান জনি পেয়েছেন ২১ হাজার ৮০৬ ভোট। মোটরসাইকেল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো হামিদুর রহমান পেয়েছেন আট হাজার ৮৯৬ ভোট। বেসরকারি ফল অনুযায়ী মাহাবুবুর রহমান জনি, ১২ হাজার ৯১০ ভোটে বিজয়ী হয়েছেন।

মাহাবুবুর রহমান জনিকে বিজয়ী ঘোষণা করার পর উপজেলার বিভিন্ন সড়কে বিজয় মিছিল করেন জনির অনুসারী, নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। এ সময় বাজার, পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়।

বিজয় পরবর্তী অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাহাবুবুর রহমান জনি বলেন, এ বিজয় ঘিওরের সর্বস্তরের জনগণের। এলাকার উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব।  

এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা প্রতীকের প্রার্থী আব্দুল আলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হাঁস প্রতীকের প্রার্থী তানজিনা খন্দকার।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, মে ২১, ২০২৪
ইএসএস/টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।