ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

কোথায় সিল দেব? প্রশ্ন সাকিবের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
কোথায় সিল দেব? প্রশ্ন সাকিবের

মাগুরা: কোথায় সিল দেব? প্রশ্ন সাকিবের। নৌকার প্রার্থী যেন একটু বেশি সতর্ক।

দ্বাদশ নির্বাচনে বিশ্ব সেরার ভোট অভিজ্ঞতা সত্যিকার অর্থে অন্যরকম।  

তখনও ৮টা বাজেনি, কিন্তু দরি মাগুরা প্রাথমিক বিদ্যালয়ে সাকিব আল হাসান উপস্থিত। তবে প্রথমেই তিনি ভুল করে বসেন। ভিন্ন পথে ভোট কক্ষে প্রবেশ করেন নাম্বার সেভেন্টি ফাইভ।  

গণমাধ্যমও সাকিবের পিছু। সঠিক পথ ঘুরে সবার প্রথম ভোট দেবেন বাংলাদেশ অধিনায়ক। গোপন কক্ষে সিল দেওয়ার পর বেরিয়ে এলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী।  

ভোট বক্সে ব্যালট পেপার ফেলে হলেন ফ্রেমবন্দি। সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা, ছোট বোন ও বন্ধুরা।  

নির্বাচনী প্রচারণায় সাকিব বলেছিলেন ভোটার উপস্থিতি বাড়ানোর কথা। ভোট দেওয়ার পর জানিয়েছেন তিনি আশার কথা।  

সাকিব বলেন, আমি আশা করছি শান্তিপূর্ণ নির্বাচন হবে। আগে শুনেছি অনেক ঝামেলা হয়। আশা করি নিরাপদে সবাই ভোট দিয়ে বাসায় ফিরবেন। ভোট দেওয়া নাগরিক অধিকার।

প্রার্থী হিসেবে ভোট দেওয়ার অভিজ্ঞতা প্রথম হওয়ায় কিছুটা রোমাঞ্চিত সাকিব। তিনি জানান, কখনো এমন কিছু চিন্তা করেননি। সেটাও হয়ে গিয়েছে। তাই ভালো কিছুর প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।