ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

দুই প্রার্থীর সমান ভোট, ফের নির্বাচন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
দুই প্রার্থীর সমান ভোট, ফের নির্বাচন 

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সদস্যপদে দুই প্রার্থী সমপরিমাণ ভোট পাওয়ায় এ ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ করা হবে।
 
সোমবার (৩০ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

 

গত বছরের ২৯ ডিসেম্বর উপজেলার ২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ওয়াহিদ মিয়া ও শেখ কামাল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

ভোট গণনায় দেখা যায়, ওয়াহিদ মিয়ার মোরগ প্রতীক ও শেখ কামাল মিয়ার তালা প্রতীকে সমপরিমাণ ৩২৪ ভোট পড়েছে। এরপর ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।  

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আগামী পহেলা ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সেখানে ভোটগ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।