ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট অব দ্যা উইক সাগ্নিককে পিরোজপুরে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট অব দ্যা উইক সাগ্নিককে পিরোজপুরে সংবর্ধনা

পিরোজপুর: ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনিভার্সিটি এডুকেশনাল কোর্সের বিভিন্ন পরীক্ষায় বিশ্বের বহু দেশের শিক্ষার্থীদের পেছনে ফেলে স্টুডেন্ট অব দ্যা উইক হওয়ার গৌরব অর্জন করেছেন পিরোজপুরের সাগ্নিক স্বর্লোক।  

পরীক্ষায় হাই স্কোরিং রেকর্ড করে ক্যামব্রিজ ইংলিশ সার্টিফিকেট অ্যাওয়ার্ড অর্জন করায় সাগ্নিক স্বর্লোককে সংবর্ধনা দিয়েছে পিরোজপুর জেলা প্রশাসন।

 

রোববার  (০২ অক্টোবর)  পিরোজপুর জেলা প্রশাসকের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। পরে অনুষ্ঠানের অতিথিরা ফুল, ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে শিক্ষার্থী সাগ্নিক স্বর্লোককে সংবর্ধনা দেন।  

 জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাগ্নিক স্বর্লোক জানান, ক্যামব্রিজ ইউনিভার্সিটি বিশেষ এডুকেশনাল শর্ট কোর্সে পড়ার সুযোগ দিয়ে আমন্ত্রণ জানালে গত ৬ জুলাই সাগ্নিক স্বর্লোক লন্ডন যান। সেখানে গিয়ে এডুকেশনাল কোর্সের বিভিন্ন পরীক্ষায় বিশ্বের বহু শিক্ষার্থীকে পেছনে ফেলে তিনি স্টুডেন্ট অব দ্যা উইক হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী সাগ্নিক স্বর্লোকের বাবা উত্তম স্বর্লোক, মা, ভাই ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।