ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ম্যারাথনে স্বর্ণ জয় ইবি শিক্ষার্থী তামান্নার 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
ম্যারাথনে স্বর্ণ জয় ইবি শিক্ষার্থী তামান্নার  স্বর্ণ জয় ইবি শিক্ষার্থী আানিকা রহমান তামান্নার 

ইবি (কুষ্টিয়া): বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২২ ম্যারাথন ইভেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আানিকা রহমান তামান্না স্বর্ণপদক পেয়েছেন।  

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান।

 

তামান্না বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  

শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্পোর্টস চ্যাম্পসের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২৫টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় তামান্না স্বর্ণপদক পেয়েছেন। দ্বিতীয় হয়েছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

খেলা শেষে রাজধানীর হাতিরঝিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ হাসান রাসেল এমপি এবং বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী জনাব আব্দুল মান্নান এমপি উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পদক তুলে দেন।  

এ বিষয়ে তামান্না আক্তার বলেন, ‘আজ পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। আশা করি এই পারফরম্যান্স ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। ’

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।