ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শুক্রবার সন্ধ্যায় শাবিপ্রবিতে রিমের কনসার্ট

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
শুক্রবার সন্ধ্যায় শাবিপ্রবিতে রিমের কনসার্ট

শাবিপ্রবি (সিলেট): দীর্ঘ আড়াই বছর বিরতির পর আবারও করন্সার্টে ফিরছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম মিউজিক্যাল বিষয়ক ব্যান্ড সংগঠন রোকন ইফতেখার মেমোরিয়াল (রিম)।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) এ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন রিমের সভাপতি আশিক হোসাইন মারুফ।

কথা হলে তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রিমের উদ্যোগে একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে। এতে থাকছে দেশের জনপ্রিয় তিনটি রক ব্যান্ড- সোনার বাংলা সার্কাস, কারনিভাল এবং বাফারিং।

তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীরা একাডেমিক পড়ালেখা, ক্লাস-পরীক্ষার চাপ আর অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় হচ্ছে। শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করতে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। গান মানুষের মনকে আন্দোলিত করে, মানুষের মনে প্রশান্তির ছোঁয়া এনে দিতে পারে। পাশাপাশি শিক্ষার্থীদের মাধ্যে তৈরি হওয়া একঘেয়েমিও দূর করতে পারে।

তাই শিক্ষার্থীদের রিম আয়োজিত কনসার্টটিতে অংশ গ্রহণ করতে আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।