ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

আইইউবিতে সামার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, মে ২২, ২০২২
আইইউবিতে সামার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সামার- ২০২২- এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২১ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আবু তাহের।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। অধ্যাপক মো. আবু তাহের বলেন, আজকের বিশ্ব খুব প্রতিযোগিতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল। তাছাড়া এই শতাব্দী তথ্য, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর শতাব্দি। তাই এই শতাব্দীতে বেঁচে থাকার পাশাপাশি স্থিতিশীলতার জন্য আপনাকে বিভিন্ন সেক্টরে দ্রুত পরিবর্তন সম্পর্কে সচেতন হতে হবে। লাইফ লং লার্নিং ও  রিসার্চের মাধ্যমে আপনার জ্ঞান ও দক্ষতা হালনাগাদ করা উচিত এবং বর্তমান টেকনো নলেজ বেজড সোসাইটিতে চলতে গেলে কর্মক্ষেত্রে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সঠিক কর্ম পরিকল্পনা ও কৌশল অবলম্বন করা উচিত।

নতুনদের উদ্দেশ্য করে আনিসুল হক বলেন, যে মাদক নিতে বলবে সে বন্ধু না, মাদক না নেওয়াটাই আধুনিকতা, মাদক না নেওইয়াটাই স্মার্টনেস। আগুনে হাত দিয়ে হাত পুড়িয়ে অভিজ্ঞতা নেওয়ার কোন মানে হয় না, তাই শখ করেও মাদক থেকে বিরত থাকার প্রতি তিনি সবাইকে আহ্বান জানান।

আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি, রেজিস্ট্রার, বিভিন্ন স্কুলের ডিন অনুষ্ঠানে বক্তব্য দেন।  

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক-কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মে ২২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।