ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সামার- ২০২২- এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

নতুনদের উদ্দেশ্য করে আনিসুল হক বলেন, যে মাদক নিতে বলবে সে বন্ধু না, মাদক না নেওয়াটাই আধুনিকতা, মাদক না নেওইয়াটাই স্মার্টনেস। আগুনে হাত দিয়ে হাত পুড়িয়ে অভিজ্ঞতা নেওয়ার কোন মানে হয় না, তাই শখ করেও মাদক থেকে বিরত থাকার প্রতি তিনি সবাইকে আহ্বান জানান।
আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি, রেজিস্ট্রার, বিভিন্ন স্কুলের ডিন অনুষ্ঠানে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক-কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মে ২২, ২০২২
এএটি