ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

শিক্ষা

উপাচার্য বরাবর শাবিপ্রবি ছাত্রলীগের স্মারকলিপি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
উপাচার্য বরাবর শাবিপ্রবি ছাত্রলীগের স্মারকলিপি

শাবিপ্রবি (সিলেট): বিশ্ববিদ্যালয় খুলে দেওয়সসহ ৭ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্য বরাবর এ স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগের নেতারা।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অতিদ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যবস্থা করা, অনলাইন-অফলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করা, ১৬ জানুয়ারি পুলিশি হামলায় আহত ছাত্রলীগসহ সব শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করা, সব হলের ডাইনিং-ক্যান্টিন খুলে দিয়ে খাবারের গুণগত মান বৃদ্ধি ও মূল্য হ্রাস করা, ক্যাম্পাসে পর্যাপ্ত আধুনিক ফুডকোর্টের ব্যবস্থা করা ও নির্মাণাধীন ফুডকোর্টের কাজ শেষ করা, বিভিন্ন দেয়ালে দেয়াল লিখন মুছাসহ ক্যাম্পাসের স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করা।

এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি মামুন শাহ, উপদপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক সদস্য আশরাফ কামাল, সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সুমন সরকার, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সমাজবিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম, ফরেস্ট্রি বিভাগ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সমুদ্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি রিশান তন্ময়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাত্রলীগের সভাপতি এস. এম সবুজসহ শাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।