ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বরিশালে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনার টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
বরিশালে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনার টিকা ...

বরিশাল: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৩০০ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হচ্ছে।

বুধবার (১২ জানুয়ারি) সকাল থেকে স্টেডিয়াম চত্বরে শিক্ষার্থীরা এসে জড়ো হয়।

 

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্টেডিয়ামের প্যাভেলিয়ান ভবনে প্রবেশ করিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া চলছে। ছেলে ও মেয়েদের পৃথক দুটি বুথে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা।  

তবে বুথের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কেবল স্টেডিয়ামেই নয়, আরো কেন্দ্র করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।  

সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত নগর ও সদর উপজেলার ৫৯ হাজার ৭৯০ জন শিক্ষার্থীকে তারা ভ্যাকসিন দিতে পেরেছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।