ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রধান ড. মামুন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রধান ড. মামুন অধ্যাপক ড. হোসেন আল মামুন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. হোসেন আল মামুন। আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে অধ্যাপক ড. হোসেন আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ইংরেজি বিভাগের একাডেমিক, গবেষণা, সাংস্কৃতিকসহ সার্বিক দিক দিয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে চাই। বিভাগের অগ্রযাত্রায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

দায়িত্ব নেওয়াকালে বিভাগের সদ্য সাবেক প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়সহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।