ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

সরিয়ে নেওয়া হলো ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণের ব্যারিকেড

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
সরিয়ে নেওয়া হলো ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণের ব্যারিকেড

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের বাঁশের বেষ্টনী তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে এটি তুলে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় চলাচল সীমিত করতে এটি দেওয়া হয়। এখন সামগ্রিক পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত সব বিষয় দেখে এটি উন্মুক্ত করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।