ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বাকৃবির নতুন প্রক্টর ড. মহির

বাকৃবি করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
বাকৃবির নতুন প্রক্টর ড. মহির মুহাম্মদ মহির উদ্দীন। 

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন।  শনিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে তিনি দায়িত্বে নিযুক্ত হবেন।

এর আগে ড. মহির বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, সহকারী প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক আশরাফুল হক হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন।

ড. মহির ২০০০ সালে বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয় থেকে কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।