ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কারাগারে লেখক মুশতাক মৃত্যুর ঘটনায় শাহবাগ মোড়ে অবস্থান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
কারাগারে লেখক মুশতাক মৃত্যুর ঘটনায় শাহবাগ মোড়ে অবস্থান কারাগারে লেখক মুশতাক মৃত্যুর ঘটনায় শাহবাগ মোড়ে অবস্থান। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আটক থাকা অবস্থায় লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিক থেকে টিএসসি হতে মিছিল সহকারে তারা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়।

এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পাশ দিয়ে যানবাহন চলছে। শাহবাগ থেকে সাইন্সল্যাবের রাস্তা পুরো বন্ধ রয়েছে।

অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিউয়ন, ছাত্র ফেড়ারেশন, গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স বাংলানিউজকে বলেন, আমরা সাড়ে বারোটা পর্যন্ত অবস্থান কর্মসূচী চালাবো। বিকেলে শাহবাগে প্রোগ্রাম থাকবে। আগামীকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) আমরা বড় কর্মসূচী দিবো।

ছাত্র অধিকার পরিষদের সাথে যৌথ কর্মসূচীতে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ওরা ওদের মতো কর্মসূচী পালন করবে। আমরা প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো একসঙ্গে কর্মসূচী পালন করব।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসকেবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।