ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

হলি ক্রসে আন্ত:কলেজ ইংরেজি ভাষা ও সাহিত্য উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
হলি ক্রসে আন্ত:কলেজ ইংরেজি ভাষা ও সাহিত্য উৎসব

ঢাকা: হলি ক্রস কলেজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তৃতীয় বারের মতো আন্ত:কলেজ ইংরেজি ভাষা ও সাহিত্য উৎসবের আয়োজন করছে। প্রথমবারের মতো আগামী ৫ ও ৬ মার্চ দুই দিনব্যাপী অনলাইনে এই উৎসব অনুষ্ঠিত হবে।

ডিসকর্ড, ফেসবুক, গুগল ফর্মের মতো ডিজিটাল মিডিয়ার মাধ্যমেই সম্পূর্ণ আয়োজন সম্পন্ন করা হবে।  

এবারের ভাষা উৎসবের মাধ্যমগুলো যেমন আকর্ষণীয়, তেমনি ইভেন্টের সেগমেন্ট গুলোতেও রয়েছে নতুনত্বের ধারা! পুরো ইভেন্ট সাজানো হয়েছে ৮টি সেগমেন্ট নিয়ে। যেগুলো শুধু আমাদের ইংরেজি সাহিত্যে দক্ষতাই যাচাই করবে না বরং আমাদের বুদ্ধিদীপ্ত মানসের বিকাশ ও সৃজনীশক্তির স্বীয় মাত্রাকে অতিক্রম করতে সাহায্য করবে।  

পাশাপাশি সাহিত্যের সঙ্গে শিল্প ও নান্দনিকতার মেলবন্ধনও তুলে ধরবে। প্রতিটি সেগমেন্টের শীর্ষস্থান অধিকারীদের হলি ক্রস কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে।  

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
জেআইএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।