ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাবে না বুয়েট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, ফেব্রুয়ারি ২, ২০২১
গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাবে না বুয়েট

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে অনুষ্ঠেয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাবে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

সোমবার (১ ফেব্রুয়ারি) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।  

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বুয়েটের জনসংযোগ বিভাগের পরিচালক শফিউর রহমান বাংলানিউজকে বলেন, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে বলে জানতে পেরেছি। অফিসিয়ালি এখনও পাইনি। সবাই সই করার পর পেলে আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো।

এ বিষয়ে জানতে বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রাসাদ মজুমদারকে তার মোবাইল নম্বরে কল করা হলেও ফোনটি রিসিভ হয়নি।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (কুয়েট) গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুযারি ০২, ২০২১
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।