ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

শিক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় ২ শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ২ শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়ায়: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ ও ছোট হরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মিলানায়তনে হল রুমের সামনে এর উদ্ধোধন করা হয়।

উদ্ধোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পস্কজ বড়ুয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা এ বি এম মশিউজ্জান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী রেজাউল করিমসহ কলেজ ও স্কুলের শিক্ষকরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতেও ভূমিকা রাখছে বর্তমান সরকার।  

উল্লেখ, দু’টি প্রতিষ্ঠানের ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫৭ লাখ টাকা

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।