ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রুয়েটে সাইবার ক্রাইম ও সিকিউরিটি বিষয়ক সেমিনার শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
রুয়েটে সাইবার ক্রাইম ও সিকিউরিটি বিষয়ক সেমিনার শনিবার

ঢাকা: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হচ্ছে ‘সাইবার ক্রাইম, সিকিউরিটি অ্যান্ড ইউজেস অব ডিজিটাল সিগনেচার’ বিষয়ক সেমিনার।

শনিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে এই সেমিনার।



রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এই সেমিনারটি শুরু হবে শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ।

বিশেষ অতিথি থাকবেন ডাক, তার ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের কন্ট্রোলার আবু মনসুর মো. শরিফ উদ্দিন, রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন ও ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. কামরুজ্জামান।

ডাক, তার ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের সহায়তায় আয়োজিত এই সেমিনারটি রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত সবার জন্য উন্মুক্ত থাকছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।