ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

শিক্ষা

কুয়েটে সংঘর্ষের ঘটনা অনুসন্ধানে পর্যবেক্ষক দল পাঠাল ছাত্রদল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
কুয়েটে সংঘর্ষের ঘটনা অনুসন্ধানে পর্যবেক্ষক দল পাঠাল ছাত্রদল

ঢাকা: খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দফায় দফায় সংঘর্ষের ঘটনা অনুসন্ধান করতে কেন্দ্র থেকে তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুসন্ধান কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও সোহেল রানা।  

এ ঘটনা নিয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাবি সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে এই সংঘর্ষ হয়। এতে ৫০ জন আহত হন। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সন্ধ্যা সাড়ে সাতটায় মিছিল শুরু করেন। মিছিলটি ভিসি চত্বর হয়ে ফের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। অন্যদিকে ছাত্রদল রাতে সাড়ে ৮টা নাগাদ কর্মসূচি শুরু করে। পরে ডাচ চত্বরে তারা সমাবেশ করেন।  

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এফএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।