ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ম্যাকুয়ারি ল্যাংঙ্গুয়েজ সেন্টারের বাংলাদেশ শাখা উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
ম্যাকুয়ারি ল্যাংঙ্গুয়েজ সেন্টারের বাংলাদেশ শাখা উদ্বোধন

ঢাকা: রাজধানীতে বনানীর আউয়াল টাওয়ারে ম্যাকুয়ারি ল্যাংঙ্গুয়েজ সেন্টার, বাংলাদেশ শাখার উদ্বোধন করলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্টদূত গ্রেগ উইলকক।

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, “অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রায় সাত হাজার শিক্ষার্থী রয়েছে।

এ সংখ্যা যেনো ভবিষ্যতে বাড়ে সে জন্যই এ উদ্যোগ। ”

উল্লেখ্য, এ ভাষা শিক্ষা প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের একটি সহযোগী প্রতিষ্ঠান।

ঢাকায় ম্যাকুয়ারি ল্যাঙ্গুয়েজ সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাউথ-ইস্ট ইউনিভার্সিটির প্রোভাইস চ্যান্সেলর এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটির বিজনেস শাখার ডিন।

অনুষ্ঠানে জানানো হয়, অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে তাদের ইংরেজি ভাষার কোর্সগুলো প্রায় অর্ধেক মূল্যে করার সুযোগ দেবে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
এডিএ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad