ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কারিগরি বোর্ডে সেরা ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

ঢাকা: কারিগরি শিক্ষাবোর্ড ২০১২ সালের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৮৪.৩২ শতাংশ। এবার  মোট ৮৬ হাজার ৭০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

এর মধ্যে পাস করেছে ৭৩ হাজার ১০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২১১ জন।

শীর্ষ ১০ প্রতিষ্ঠান

সেরাদের তালিকায় প্রথম থেকে ১০ম অবস্থানে রয়েছে চাদপুরের হাজীগঞ্জ মডেল কলেজ, রাজশাহীর বোগলা মহিলা কলেজ অ্যান্ড ভোকেশনাল, রংপুরের তারাগঞ্জ কারিগরি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, খুলনার এসজিসি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ, কুমিল্লার ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ, বগুড়ার সোনাতলা বয়রা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, বরিশালের আতাউর উদ্দিন হাওলাদার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, নেত্রকোনার নান্দিপুর টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল কলেজ এবং কিশোরগঞ্জের কটিয়াদি মুন্সি আব্দুল হাকিম টেকনিক্যাল কলেজ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
এনএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad