ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ১৭দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ১৬, ২০১২

ঢাকা: শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নিয়মিত বার্ষিক প্রবৃদ্ধি প্রদানসহ সরকারের কাছে ১৭ দফা দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করে সংগঠনটি।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও ঐক্য পরিষদের আহ্বায়ক আতিয়ার রহমান।

এসময় বার্ষিক প্রবৃদ্ধি প্রদান ছাড়াও মেডিকেল ভাতা, মাসিক বেতনের সমপরিমাণ বছরে দুটি উৎসব ভাতা প্রদানসহ মোট ১৭ দফা দাবি পেশ করা হয়।

সংগঠনের নেতারা বলেন, দাবি মানা না হলে আগামী ২১ জুন থেকে কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-  বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সভাপতি ড.নূর মোহাম্মদ তালুকদার,  বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, রঞ্জিত কুমার সাহা ও অধ্যাপক এম এ বারী।

বাংলাদেশ সময় ১৭০৪ ঘণ্টা; ১৬ জুন ২০১২
এমএন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।