ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

কুয়েটে বিদায় সংবর্ধনা ও নবীনবরণ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ১১, ২০১২
কুয়েটে বিদায় সংবর্ধনা ও নবীনবরণ

খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের০৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও১১ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।    

সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



সিএসই এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। সিএসই এসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ শেখ সাদী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. বজলার রহমান, তওই কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. আশরাফুল গণি ভুইয়া, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. কে এম আজহারুল হাসান, পরিচালক (ছাত্র কল্যাণ), চলতি দায়িত্ব প্রফেসর ড. মুহাম্মদ হারুনুর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট এবং নবীন ছাত্র-ছাত্রীদের হাতে ফুল তুলে দেন।

বাংলাদেশ সময় : ১৯৪০ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।